অনলাইন ডেস্কঃ
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮০০০ টাকা নির্ধারণ করেছে সরকার। ২০১৩ সালে ৫,৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়ার পর সেই হারে বেতন পাচ্ছিলেন শ্রমিকরা। এখন তা বেড়ে হলো বর্তমান মজুরির চেয়ে ৫১ শতাংশ বেশি।
মজুরি বোর্ড গঠনের পর শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি করে আসছিলেন। এর বিপরীতে পোশাক শিল্প মালিকরা ৬ হাজার ৩৬০ টাকার প্রস্তাব দিয়েছিলেন।
আজ ঢাকার মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে মজুরি বোর্ডের সভার পর সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দেন।
৮ ০০০ টাকার মধ্যে বেসিক ৪ হাজার ১০০ টাকা; বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা এবং অন্যান্য ১ হাজার ৮৫০।
আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি হলে নতুন বেতন কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী।
-আরবি