করোনা সংবাদঃ
নওগাঁ-২ আসনের সাংসদ, সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার করোনা পজেটিভ হওয়ায় তাঁর সংস্পর্শে থাকা নওগাঁর সাবেক ও বর্তমান তিন সাংসদ, ডিসি, এসপি, সিভিল সাজর্নসহ ৬ জন হোমকোয়ারেন্টাইনে আছেন।
শহীদুজ্জামান সরকারের সংস্পর্শে থাকায় যাঁরা হোম কোয়ারেন্টিনে আছেন তাঁরা হলেন, নওগাঁ-৬ আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম, সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম,সিভিল সার্জন আ,ম, আখতারুজ্জামানসহ ৬ জনকে শনিবার হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে।
একই সাথে সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার এর নিবাচর্নী এলাকা ধামইরহাট-পত্নীতলা উপজেলায় তার সংস্পর্শে আসা উপজেলা নিবার্হী অফিসারসহ অন্যান্য সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকেও হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল,২০২০ জেলা নওগাঁ প্রশাসকের সন্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে সংসদ সদস্যগন ও সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে জেলার দুই সাংসদ, ডিসি, এসপি, সিভিল সার্জনসহ উল্লিখিত ৬ জনকে হোমকোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করা হয়েছে।
জেলায় একজন সাংসদসহ এ নিয়ে মোট ১৮ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন।
-কেএম