মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
দুই ভারতীয় বাঙালি নারী সুমি বিশ্বাস ও চন্দ্রা দত্ত গৌরবময় অর্জনের অংশীদার হতে চলেছেন। সুমি এবং চন্দ্রা অক্সফোর্ডের ভ্যাকসিন টিমে কাজ করছেন।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোভিড-১৯-এর প্রতিষেধক নিয়ে সারা গিলবার্টের নেতৃত্বে ১৫ জন বিজ্ঞানী কাজ করছেন।

আড্রিয়ান হিল এবং টেরেসা ল্যাম্বের মতো বিজ্ঞানীরা রয়েছেন সেই দলে। সুমি বিশ্বাস সেই গ্রুপে কাজ করছেন। অক্সফোর্ডের বায়োকেমিস্ট্রি বিভাগে একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। নাম স্পাইবায়োটেক। সেই প্রতিষ্ঠানের সহকারী কর্ণধার ও চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বেও ইমিউনোলজিস্ট সুমি বিশ্বাস।

এরপর ২০১৩ সালে জেনার ইনস্টিটিউটে ম্যালেরিয়ার প্রতিষেধক তৈরির কাজ শুরু করেন সুমি বিশ্বাস। মানবদেহে ট্রায়াল চালানোর প্রথম পর্যায়ে রয়েছে সুমিদের বানানো ভ্যাকসিন।

চন্দ্রা দত্ত হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে বিটেক করার পর ২০০৯ সালে ব্রিটেনে চলে যান। লিডস ইউনিভার্সিটি থেকে বায়োসায়েন্সে (বায়োটেকনোলজি) এমএসসি করেন।

তারপর একাধিক দায়িত্বশীল পদে কাজ করেছেন তিনি।
বর্তমানে কাজ করছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ক্লিনিক্যাল বায়োম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির কোয়ালিটি অ্যাসিওরেন্স ম্যানেজার হিসেবে।

ভ্যাকসিন তৈরির কোয়ালিটি যথাযথ আছে কিনা সেটা অ্যাসিওরেন্স করার দায়িত্বে আছেন চন্দ্রা দত্ত।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily