২০০ টাকার উপরে আদা বিক্রি করলে ব্যবস্থা

২০০ টাকার উপরে আদা বিক্রি করলে ব্যবস্থা
২০০ টাকার উপরে আদা বিক্রি করলে ব্যবস্থা

ব্যবসা-বাণিজ্যঃ
বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জের তিনটি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে জরিমান করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মঙ্গলবার ভোর থেকে জেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

তিনি আরো জানান, প্রতিষ্ঠানগুলো মূল্য তালিকা না টানিয়ে অতিরিক্ত দামে আদা বিক্রি করতে দেখা যায়।১৮০ বা ২০০ টাকা কেজি আদা ৩৫০-৩৬০ টাকায় বিক্রি করছিলো। এছাড়া একটি ফার্মেসিতে ওষুধের দাম বেশি রাখায় সে ফার্মেসিকেও জরিমানা করা হয়।

এ সময় তিনি বলেন, কোন ব্যবসায়ী যদি ২০০ টাকার উপরে আদা বিক্রি করে এবং সেটা যদি কেউ প্রমাণসহ অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এফকে

FacebookTwitter