করোনা সংবাদঃ
রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগ এলাকায় অবস্থিত ইসকন মন্দিরের পুরোহিত, সেবায়েতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার রাতে মন্দিরের আশ্রমটি লকডাউন করেছে পুলিশ।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া এ ব্যাপারে বলেন, আশ্রমটির ৩৬ জন করোনায় আক্রান্তের তথ্য পেয়েছি। ইতোমধ্যে আশ্রমসহ মন্দিরটিকে লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্তদের আশ্রমের ভেতরে রাখা হয়েছে। সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া যারা সংস্পর্শে এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এ মাসের শুরুতে মন্দিরটিতে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া গণমাধ্যমকে জানান, ইসকন কর্তৃপক্ষ বহু আগেই মন্দিরে বাইরের কারও প্রবেশ বন্ধ করে দিয়েছিল। যারা ছিলেন তারা সব সময় ভেতরেই অবস্থান করতেন।
-কেএম