করোনা সংবাদঃ
করোনাভাইরাস নির্ণয়ক কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিডিসি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে গণমাধ্যমের কাছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয় জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিডিসি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের প্রতিনিধিদের কাছে ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ বেলা ১১টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ কিট হস্তান্তর করা হয়। কিট হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা।
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ বলেন, আমরা আশা করছি খুব শিগ্রই অনুমোদন পাবো। অনুমোদন পাওয়ার পর পরই উৎপাদন শুরু করবো। পর্যায়ক্রমে এক লাখ কিট দেয়া সম্ভব হবে।
গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক লিমিটেডের যৌথ উদ্দ্যেগে এ কিট উদ্ভাবন করেন গণ বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল। ২০০৩ সালে কয়েকজন সহকারী নিয়ে সার্স ভাইরাস দ্রুত নির্ণয়ের জন্য কিট আবিস্কার করেন।
-কেএম