মাজেদা আক্তার উদ্দিন সেবা করে যাচ্ছেন নিউইয়র্কের ঘরে ঘরে

মাজেদা আক্তার উদ্দিন সেবা করে যাচ্ছেন নিউইয়র্কের ঘরে ঘরে
মাজেদা আক্তার উদ্দিন সেবা করে যাচ্ছেন নিউইয়র্কের ঘরে ঘরে

মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

নিউইয়র্ক সিটিতে ব্যালট পেপারে বাংলা চালু করার একক অবদান শুধুই তাঁর। তিনি হলেন নিউইয়র্ক সিটির ইলেকশন বোর্ডের মেম্বার এবং “SAFEST” অর্গানাইজেশনের ফাউন্ডার মাজেদা আক্তার উদ্দিন।

তিনি কম্যুনিটিতে অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। যাদের প্রয়োজন তাদের জন্য রোজার বাজার করে ঘরে পৌঁছে দিয়েছেন। টাকা পয়সা দিয়েও সাহায্য করছেন। মাজেদা আক্তার উদ্দিন জানিয়েছেন, রমজান উপলক্ষ্যে নিউইয়র্ক সিটির পক্ষ থেকে ৫ লাখ মুসলিমদের জন্য হালাল খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

নিউইয়র্কের স্কুলগুলোতে এসব হালাল খাবার বিতরণ করা হবে। যার ক্রেডিট অবশ্যই তাঁকে দিতে হয়। তাঁর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজ নিউইয়র্ক সিটির স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে হালাল ফুড পরিবেশিত হয়ে আসছে।

এছাড়া উনি ডমেস্টিক ভিকটিমদের নানাভাবে সাহায্য করছেন। বর্তমানে করোনায় আক্রান্ত ডমেস্টিক ভিকটিমদের নিয়ে মেয়র বিল ডে ব্ল্যাসিও’র সাথে তিনি কথা বলেছেন। তাদেরকে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে।

মাজেদা আপা তাদেরকে খাবার পৌঁছে দিচ্ছেন। তাদের জন্য অর্থের যোগান দিচ্ছেন। করোনা ভিকটিমদের পরিবারকে নিরলসভাবে সাহায্য সহযোগিতা করছেন।

করোনায় মৃত্যুবরণ করা অনেককে ফ্রি’তে কবরের ব্যবস্থা করে দিয়েছেন। বাঙালি কম্যুনিটিতে মাজেদা আপার প্রচুর অবদান আছে। যাদের কাগজপত্র নেই, তাদের পাশেও তিনি আছেন। বিশেষ করে নির্যাতিত মহিলাদের জন্য তিনি কাজ করছেন।

লেখন নিজেও নিউইয়র্কের স্কুলে হালাল ফুড প্রক্রিয়া চালু করার জন্য তাঁকে আবারও সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের বাঙালি কম্যুনিটি দিন দিন গৌরবময় হয়ে উঠছে।

-শিশির

FacebookTwitter