করোনা বিশ্বের ১ লক্ষ ৭০ হাজার প্রাণ কেড়ে নিল

করোনা বিশ্বের ১ লক্ষ ৭০ হাজার প্রাণ কেড়ে নিল
করোনা বিশ্বের ১ লক্ষ ৭০ হাজার প্রাণ কেড়ে নিল

করোনা সংবাদঃ
করোনাভাইরাসের ছোবলে সারাবিশ্বে মৃতের সংখ্যা এখন ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ লাখ মানুষ। এর মধ্যে ৫৭ হাজারের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

করোনায় মৃত্যুর হার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, ২১ এপ্রিল, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ লাখ ৮১ হাজার ৫২৮ জনে পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত ৬ লাখ ৪৭ হাজার ৭৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৬ লখা ৬৩ হাজার ৩৫৪ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৫৭,১৬৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয় ১,৯৪২ জনের। এতে করে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২,৫১৭ জনে দাঁড়ালো। আর আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৯১৩ জন। এর মধ্যে ৭২ হাজার ৩৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইউরোপের দেশ স্পেনে এ পর্যন্ত করোনায় ২০ হাজার ৮৫২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। আর মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ২১০ জন। এর মধ্যে ৮০ হাজার ৫৮৭ জন সুস্থ হয়েছেন।

ইতালিতে ২৪ ঘন্টায় ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা ২৪ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ২২৮ জন। এর মধ্যে ৪৮ হাজার ৮৭৭ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে ২ হাজার ২৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ২০ হাজার ২৬৫ জন প্রাণহারিয়েছেন। আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ৩৭ হাজার ৪০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২,৪৮৯ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৪৯ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৭৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৬ হাজার ৫০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে তুরস্কে এ পর্যন্ত ৯০ হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৪৩০ জন সুস্থ হয়েছেন। দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ১৪০ জন। দেশটিতে আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম।

বেলজিয়াম ও জার্মানিতে ক্রমাগত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেলজিয়ামে গত ২৪ ঘন্টায় করোনায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন। এতে করে দেশটিতে করোনায় ৫ হাজার ৮২৮ জনের মৃত্যু হয়েছে। আর জার্মানিতে এ পর্যন্ত ৪ হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ২২০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৩ জন।

এদিকে বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে করোনায় মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

আর গত ২৪ ঘন্টায় ৪৯২ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জনে দাঁড়ালো।

-কেএম

FacebookTwitter