মনিপুরীপাড়া তরুণ সংঘ, যেন করোনা যোদ্ধা

মনিপুরীপাড়া তরুণ সংঘ, যেন করোনা যোদ্ধা
মনিপুরীপাড়া তরুণ সংঘ, যেন করোনা যোদ্ধা

শিশির মোজাম্মেল:
অসময়ে করোনার হানাতে হার মানতে রাজী না মনিপুরী পাড়া তরুণ সংঘের স্বেচ্ছাসেবকরা। বিছানা ফেলে সজাগ চোখে চারদিক নজর রাখছে কার কি সমস্যা। কখনো সাহায্যের ব্যাগ হাতে (চাল,ডাল, তেল, তরিতরকারী) পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি, কখনো সামাজিক দূরত্ব শেখাতে নানান পদক্ষেপ নিচ্ছেন, কখনো প্যাকেট খাবার বিলি করতে তারা সদা তৎপর।

আর এর সব কিছুই নিজেদের পকেট, বাবার পকেট এবং এলাকাসীদের থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

করোনা পরিস্থিতি মনিপুরীপাড়ার মানুষদের সচেতন করার লক্ষ্যে মনিপুরীপাড়া তরুণ সংঘ এলাকার দোকানগুলোর সামনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে বাজার করার জন্য গোলাকার দাগ দিয়ে দিচ্ছেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন এই স্লোগানে পোস্টারিং করে সবাইকে সচেতন করার কাজও করছেন।

এ ছাড়াও এখনও যারা করোনা সম্পর্কে ভাল ধারনা নেই তাদের সবাইকে করোনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে তরুণ সংঘ কাজ করে যাচ্ছে।

মনিপুরীপাড়া তরুণ সংঘ, যেন করোনা যোদ্ধা
মনিপুরীপাড়া তরুণ সংঘ, যেন করোনা যোদ্ধা

চলমান রয়েছে ৩০ মার্চ হতে বাড়ি বাড়ি হতে সংগ্রহকৃত রান্না করা খাবারের প্যাকেট বিতরণ কার্যক্রম। মনিপুরীপাড়াবাসিদের আন্তরিক সহযোগিতায় দিনমজুর, পথচারী ও দুস্থদের মাঝে এ খাবার বিতরন করা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দারাও আন্তরিকতার সাথে যাঁরা খাবার দিতে ইচ্ছুক তারা মহল্লার ল্যাবরেটরি মসজিদ মার্কেটের সামনে থেকে খালি খাবার বক্স সংগ্রহ করছেন এবং বেলা ২.০০ ঘটিকার মধ্যে খাবার রেখে যাচ্ছেন।

আবার কেউ তৈরী খাবার দান করতে ইচ্ছুক কিন্তু বাসা থেকে বের হতে পারছেন না তারা নির্দিষ্ট মোবাইল নাম্বারে যোগাযোগ করে খাবার পৌঁছে দিচ্ছেন।

আবার যাঁরা চক্ষু লজ্জায় সামনে এসে খাবার নিতে পারছেন না, বোর্ডে দেওয়া ফোন নাম্বারে করলে তরুণরা পৌছে দিচ্ছেন।

প্রায় আড়াই যুগের পুরনো এই সংগঠনটি শুধুমাত্র দেশে নানান দূর্যোগের সময়ই জেগে উঠতে দেখা যায়। দূর্যোগ এলেই নড়ে চড়ে উঠেন সবাই। এখন যারা সক্রীয় তাদেরই কৈশরে গড়া এই মনিপুরী পাড়া তরুণ সংঘ।

-এসএম

FacebookTwitter