সারাবিশ্বে করোনায় প্রাণহানিতে ইতালি শীর্ষে

সারাবিশ্বে করোনায় প্রাণহানিতে ইতালি শীর্ষে
সারাবিশ্বে করোনায় প্রাণহানিতে ইতালি শীর্ষে

সরাবিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। ৯ এপ্রিল, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এই সংখ্যা ৯০ হাজার ৫৭ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি প্রকাশিত তথ্যে এমনটা জানা যায়। তাদের তথ্য মতে, এ সময় পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৫ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজারের মতো মানুষ।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইতালি। দেশটিতে ১৭ হাজার ৬৬৯ জন করোনাভাইরাসে প্রাণ হারায়। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১০ হাজার ৯৭, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে চার লাখ ৩২ হাজার ৫৯৬। এর পরে আছে স্পেন এক লাখ ৫২ হাজার ৪৪৬।

-ডিকে

FacebookTwitter