মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
নিউইয়র্কারদের অনুরোধ করছি কেউ ঘর থেকে বের হবেন না। গ্রোসারির প্রয়োজন হলেও বের হবেন না। নিউইয়র্কারদের জন্য আগামী দুই সপ্তাহ হবে চ্যালেঞ্জিং।
৭০% কৃষ্ণাঙ্গ করোনায় আক্রান্ত হচ্ছে। কারণ হিসেবে কেউ কেউ বলছেন, কৃষ্ণাঙ্গরা হাইজেনিক নয়। পরিস্কার পরিচ্ছন্নতা তাদের অনেকেই মানেনা। তারা প্রতিদিন গোসল করেনা। চুলে বেনী/জটা বানিয়ে রাখে। চুল পরিস্কার করা হয়না।
এটাও বলা হয়েছে নিউইয়র্কে বেশিরভাগই মানুষ এপার্টমেন্টে বসবাস করে। প্রাইভেট হাউজের চেয়ে এপার্টমেন্টে বসবাসকারীরা বেশি ঝুঁকিতে। আক্রান্তের সংখ্যা এপার্টমেন্টে বেশি। এপার্টমেন্টের সিঁড়িতে লিফটে ভাইরাসের রাজত্ব।
স্প্যানিশরাও প্রচুর আক্রান্ত হচ্ছে। এরা নেশার পাগল। ইনকামের বড় একটা অংশ বারে গিয়ে মদ খেয়ে খরচ করে ফেলে। এখন বার ক্লাব বন্ধ। এরা এখন বাসাতেই দলবেঁধে মদ খেয়ে নেশায় চুর হয়। সোশ্যাল ডিসট্যান্সিং এরা মানেনা। দোকানপাটে গিয়েও ভীড় জমায়।
আরও একটি বড় কারণ হল, এসেনশিয়াল ওয়ার্কার। প্রতিদিন বহু এসেনশিয়াল ওয়ার্কার ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সাবওয়ে ব্যবহার করতে হয় তাদেরকে। পাবলিক ট্রান্সপোর্টেশন ভাইরাসের আখড়া। হাসপাতালে মৃত্যুর হার বেড়ে চলেছে।
আমাদের বাঙালি নিউইয়র্কারদের আবারও অনুরোধ করছি, ঘর থেকে বের হবেন না। সতর্ক থাকুন, নিজে বাঁচুন পরিবারকে বাঁচান।
-শিশির