টাকার রাক্ষস ডাক্তারদের তালিকা বানানো হোক

টাকার রাক্ষস ডাক্তারদের তালিকা বানানো হোক
টাকার রাক্ষস ডাক্তারদের তালিকা বানানো হোক

মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
স্বাস্থ্যসেবকদের আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের হামলার পর থেকে ইউরোপ আমেরিকার স্বাস্থ্যসেবকরা সর্বশক্তি দিয়ে রোগীর জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। শত শত ডাক্তার নার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাঁরা এই মহান পেশার নজীরবিহীন দৃষ্টান্ত রেখেছেন।

প্রতিদিন নিউজের হেডলাইন হচ্ছেন নিজের জীবন বিসর্জন দিয়ে। আমরা যারা ইউরোপ আমেরিকায় আছি, ডাক্তার নার্সদের হৃদয়বিদারক ঘটনা দেখে আমাদের চোখের পানি ঝরে। এরাও তো মানুষ। সেবা নামক মহান পেশার জন্য নিজের জীবনের মায়া করেন না। পরিবার নিয়ে ভাবেন না। তাঁরা ভাবেন রোগীরাই তাঁদের পরিবার। হাসপাতালই তাঁদের বাড়িঘর। বেশ কিছুদিন ধরে বিদেশি ডাক্তার নার্সদের আত্মত্যাগের কথাই লিখে আসছি। লিখতে গিয়ে কয়েক মিনিট কেঁদে তারপর আবার লিখতে শুরু করেছি। আমাদের দেশের স্বাস্থ্যসেবকদের পক্ষে বলে এসেছি, তাঁদেরও পরিবার আছে। তাঁদের নিরাপত্তার দিকটিকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সবকিছু ঠিক আছে। কিন্তু একটা জায়গায় এসে ডাক্তারদের আচরণ দেখে অনেক কষ্ট পেয়েছি। যখন শুনি ডাক্তাররা চেম্বারে রোগী ঢুকতে দেননা। রোগী দেখার ভয়ে চেম্বার বন্ধ রাখেন। কেউ কেউ পালিয়ে গেছেন।

কষ্টে আমার হৃদপিণ্ড লাফিয়ে উঠে যখন দেখেছি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার সন্তানরা তাদের মা’কে বাঁচানোর জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়েও ভর্তি করাতে পারেনি। কোনো কোনো হাসপাতাল নাকি করোনা রোগী সন্দেহে ভর্তি করায়নি। শেষমেশ তিনি মারা গেলেন। এই কেমন বর্বর চিকিৎসক সমাজ?? স্বাস্থ্যসেবকদের এই নৃশংস আচরণের কোনো ক্ষমা নেই। যেসব হাসপাতাল ক্লিনিক ওই সিনিয়র সিটিজেনকে চিকিৎসা দিতে রাজি হয়নি, সেসব হাসপাতালের ডাক্তার নার্সদের লাইসেন্স বাতিল করার জোরালো দাবি জানাই। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হোক অভিজাত ওইসব হাসপাতাল। স্বার্থপর দানব এসব চিকিৎসকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্যালুট জানাই।

আমি গণহারে সবাইকে দুষছিনা। যারা নিষ্ঠুরতার সীমা অতিক্রম করেছেন তাদেরকে ধিক্কার জানাই। হ্যাঁ আপনাদের সুরক্ষার প্রয়োজন অবশ্যই আছে। প্রধানমন্ত্রী বলেছেন যা যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা করবেন। কিন্তু নিজের মনমতো রোগী দেখবেন, শর্ত দিয়ে কাজে আসবেন — তাতো হয়না। ডাক্তার হয়েছেন দেশের মানুষের সেবা করার জন্য, তাইনা?

আপনারা আমাদের দেশের সম্পদ। কিন্তু নিজের প্রাণের ভয়ে রোগী ছেড়ে পালাবেন, এমন হাস্যকর মানসিকতা কেন? ডাক্তার সমাজের “মহানায়ক দীলিপ কুমার” ওরফে আবদুর নূর তুষার এই নিয়ে বেশ ডান্ডিয়া খেলেছেন। আজ কোথায় তুষার সাহেব? তিনার মানবিক চরিত্র করোনা খেয়ে ফেলেছে?? হাসপাতাল থেকে রোগী ফিরে আসছে — তুষার সাহেবের ফোঁসফোঁসানি এখন কই গেল?


সুবিধাবাদী টাকার রাক্ষস ডাক্তারদের নামের তালিকা বানানো হোক। এরা এই মহান পেশা ডিজার্ভ করেনা।

আবারও বলছি, যারা ক্রিমিনাল আমার লেখা তাদের উদ্দেশ্যে। সৎ মানবিক গুণের ডাক্তারদের উদ্দেশ্যে নয়।

-শিশির

FacebookTwitter