আন্তর্জাতিকঃ
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

গত ১০ দিন করোনাভাইরাসের সবগুলো লক্ষণ থাকায় বরিস জনসনকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চমাত্রার জ্বরেও ভুগছিলেন তিনি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র্যানগ এ সময়ে বরিস জনসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ১০ নং ডাউনিং স্ট্রিট এর মুখপাত্র একথা জানিয়েছেন।

সবগুলো উপসর্গ বিদ্যমান থাকায় লন্ডনের এক অজানা হাসপাতালে ভর্তি করা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। এর আগে সেলফ আইসোলেশনে ছিলেন তিনি। তবে যতটা বলা হচ্ছে তার থেকেও বেশি অসুস্থ প্রধানমন্ত্রী-ছড়িয়ে পড়া এমন বক্তব্য অস্বীকার করে নাম্বার ১০।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, ডাক্তারের পরামর্শেই পরীক্ষা নিরীক্ষার জন্য প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ।

করোনাভাইরাস পজিটিভ হওয়ার দশদিন পরও প্রধানমন্ত্রীর সবগুলো লক্ষণ স্থায়ী রয়েছে। জনসন যতদিন দরকার হবে ততদিন হাসপাতালে থাকবেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily