আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সীমা বাড়িয়েছে বিমান

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সীমা বাড়িয়েছে বিমান
আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সীমা বাড়িয়েছে বিমান

অনলাইনঃ
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটের ফ্লাইট বন্ধের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ৫ এপ্রিল, রবিবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

দেশের বিমানবন্দরগুলো দিয়ে বিমান চলাচলের এ নিষেধাজ্ঞা ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এর আওতার বাইরে থাকছে চীনের ফ্লাইটগুলো।

বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ নিয়ে দুই দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে যাচ্ছে বলে সংস্থাটির এক দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আজ রবিবার বিকেলেই এ বিষয়ে একটি আদেশ জারি করা হবে ।

এর আগে করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। পরবর্তীতে দেয়া অপর আদেশে এই সময়সীমা আরো সাত দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

ইতোমধ্যে দেশে এখন পর্যন্ত আট জনের প্রাণ কেড়েছে বিশ্বব্যাপী আতঙ্ক হিসেবে দেখা দেওয়া কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস। আর এতে আক্রান্ত ৭০ জন রোগী শনাক্ত হয়েছেন।

FacebookTwitter