অনলাইনঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে মঙ্গলবার থেকে মাঠ পর্যায়ে কাজ করবে সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার পর তা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
বৈঠকের আগে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
সরকারি সূত্রমতে, বিভাগীয় এবং জেলা পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। বেশিরভাগ জায়গাতেই দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।
তবে, ওই সূত্রগুলো নিশ্চিত করেছে এবারের সেনা মোতায়েন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্নরকম হবে। অতীত অভিজ্ঞতায় মানুষ সেনা মোতায়েন বলতে যেরকম দৃশ্য দেখতে অভ্যস্ত এবার সেরকম দেখা যাবে না।
কারণ ব্যাখ্যা করে তারা বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে দু’টি সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে: ১. সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ২. যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তাদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ।
এ দায়িত্ব পালনে বিভাগীয় ও জেলা শহরগুলোতে বেসামরিক প্রশাসনের সহায়তায় (ইন এইড টু সিভিল পাওয়ার) সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।
-কেএম