আন্তর্জাতিকঃ
ইতালিতে রীতিমতো মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। সেখানে একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে। ফলে সবমিলিয়ে দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, সংক্রমিত মানুষের সংখ্যা ৫৮৮৩ থেকে প্রায় ২৫ শতাংশ বেড়ে ৭৩৭৫ জনে দাঁড়িয়েছে। এর আগে দেশটিতে করোনার সংক্রমণ ঠেকাতে এক কোটির বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
দেশটির সরকার রোববার এক কঠোর পদক্ষেপ নিয়ে জানায় যে, লোম্বার্ডি এবং আরও ১৪টি প্রদেশের প্রায় এক কোটি ৬০ লাখ মানুষকে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এছাড়া ইতালির সব স্কুল, জিম, জাদুঘর, নাইটক্লাব এবং অন্যান্য ভেন্যু বন্ধ ঘোষণা করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ্পে কন্তে।
এদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ইতালিতেই ঘটলো। এমনকি সংক্রমণের দিক থেকে দক্ষিণ কোরিয়াকেও ছাড়িয়ে গেছে ইতালি। দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ৭৩১৩ জন সংক্রমিত হয়েছে।
অন্যদিকে বিশ্বের বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। আর এই ভাইরাস বয়োজ্যেষ্ঠ ও যাদের স্বাস্থ্য সমস্যা আছে তাদের জন্য বেশি বিপজ্জনক।
ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে সবশেষ আক্রান্তদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব স্টাফও রয়েছে। সালভাতোর ফারিনা বলেছেন, তিনি অসুস্থবোধ করছেন এবং কোয়ারেন্টাইনে রয়েছেন।
-কেএম