ভিপি নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট ফেরতের নির্দেশ

ভিপি নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট ফেরতের নির্দেশ
ভিপি নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট ফেরতের নির্দেশ

অনলাইনঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে তিনদিনের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষনা করেন।

গত বছরের জুলাই মাসে জরুরিভিত্তিতে পাসপোর্ট পেতে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন নুর। কিন্তু মামলা থাকায় তাকে পাসপোর্ট দেওয়া সম্ভব হয়নি বলে জানান পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক।

পরে পাসপোর্ট না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন নুরু। তার করা রিটের পর জারি করা রুল যথাযথ ঘোষনা করে আজ এ রায় দেওয়া হয়।

আদালতে নুরের পক্ষে ছিলেন আইনজীবী মহসিন রশিদ।

এ বিষয়ে ভিপি নুর বলেন, আমি জরুরিভিত্তিতে পাসপোর্টের জন্য গত ২৩ এপ্রিল আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে গত বছর ২ মে পাসপোর্ট দেবার তারিখও দেয়া হয়। কিন্তু পরবর্তিতে আমাকে পাসপোর্ট না দিয়ে বিভিন্ন অজুহাত দেয়া হয়। এরপর নিজের পাসপোর্ট পেতে গত আগস্ট মাসে আমি হাইকোর্টে রিট করি।

এর আগে গত ২৩ জানুয়ারি ভিপি নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট।

-কেএম

FacebookTwitter