কেমন হবে ঢাকার স্বংয়ক্রিয় ট্রাফিক ব্যবস্থা

অনলাইন রিপোর্টঃ

সেপ্টেম্বর মাসকে ট্রাফিক সচেতনা মাস ঘোষণা করে এ মাসে থেকে ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অটো ট্রাফিক সিস্টেম চালুর প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, অটো ট্রাফিক সিস্টেম চালু হলে ট্রাফিক আইন অমান্য করার কোনো সুযোগ থাকবে না।

এছাড়াও সড়কের পুরো সিগন্যাল সিস্টেমকে নিজেদের মুঠোয় নিতে পারবেন তারা।

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, এ মাসেই জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট রুটে অটো ট্রাফিক সিস্টেম চালু করা হবে। মানে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে।

‘এটাকে মডেল প্রজেক্ট হিসেবে নিয়েছি। পর্যায়ক্রমে অন্যান্য রুটেও এ ব্যবস্থা চালু করা হবে।

অটো ট্রাফিক সিস্টেম নিয়ে বিস্তারিত জানতে চাইলে ঢাকা মহনগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা রাজধানীর জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রুটটাকে সড়কের একটি দৃষ্টান্ত হিসেবে দেখাতে চাই। যেখানে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।

‘পথচারীরা ফুটওভার ব্রীজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং দিয়ে চলাচল করবে। স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে এ সড়কের যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এ ব্যবস্থায় নগরবাসীর ট্রাফিক সিস্টেম অমান্য করার কোনো সুযোগ থাকবে না।

এই সিস্টেমের সঙ্গে জড়িত থাকবে সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর।

তিনি বলেন, রাজধানীতে যতো সিগন্যাল বাতি রয়েছে তার একটিও পুলিশের নিয়ন্ত্রণে নেই। সেগুলোর রক্ষণাবেক্ষণ করে সিটি করপোরেশন। এই সিগন্যাল বাতিগুলো ট্রাফিকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালছে। কারণ অটো ট্রাফিক সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

‘এটা নিয়ন্ত্রণে নিতে পারলে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা যাবে। প্রাথমিক পর্যায়ে আমরা জাহাঙ্গীরগেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের সিগন্যাল বাতিগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছি। সড়ক ও জনপথ অধিদপ্তর দেখবে সড়কের জেব্রা ক্রসিংসহ অন্যান্য বিষয়।

অটো ট্রাফিক সিস্টেম কোনো পথচারী ফুটওভার ব্রীজ ব্যবহার না করে যেন রাস্তায় নামতে পারবে না জানিয়ে এ কর্মকর্তা আরো বলেন, তাদেরকে ফুটপাত দিয়ে হেঁটে যেতে হবে।

ডিএমপির আরেকটি সূত্র নিশ্চিত করেছে আগামী সপ্তাহের যে কোনো দিন অটো ট্রাফিক সিস্টেমের উদ্বোধন করা হবে।

গত ২৯ জুলাই কুর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনের পর রাজধানীর বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে নানা উদ্যোগ নিয়েছে ডিএমপি।

আরবি

FacebookTwitter