কূটনৈতিক সংবাদঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত নভেম্বরে কলকাতায় ভারত-বাংলাদেশ খেলা দেখতে আসার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতার একান্ত বৈঠকে আগামী ১৭ই মার্চ মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দেয়ার মৌখিক আমন্ত্রণ জানানো হয়েছিল।
সম্প্রতি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দেয়ার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা পাঠিয়েছি। সেখান থেকে অনুমোদন পেলে যাবো ভাবছি। মমতার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খুবই অন্তরঙ্গ। শেখ হাসিনাকে যে মমতা বড় দিদির মতো ভাবেন সেকথা মমতা অনেকবারই বলেছেন।
নিয়মিত দু’জনের মধ্যে উপহার আদান-প্রদানও হয়। বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠান বেশ জাঁকজমকের সঙ্গে উদযাপন করতে চলেছে। সারা বছরব্যাপী চলবে নানা অনুষ্ঠান। তবে ১৭ই মার্চের অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, নিয়ম অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে মমতা মার্চের মাঝামাঝি সময়ে ঢাকা যেতে পারেন।
-কেএম