মুজিব গ্রাফিক নভেলের ৭ম সংস্করণের মোড়ক উন্মোচন

মুজিব গ্রাফিক নভেলের ৭ম সংস্করণে
মুজিব গ্রাফিক নভেলের ৭ম সংস্করণ

শিল্প ও সাহিত্যঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বইমেলায় মুজিব গ্রাফিক নভেলের সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রী বাংলা একাডেমী প্রাঙ্গণে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) স্টলে এই মোড়ক উন্মোচন করেন।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক মুজিব গ্রাফিক নভেলের সকল সংস্করণের একটি সেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বাংলা একাডেমী সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, একাডেমীর মহাপরিচালক হাবিবউল্লাহ সিরাজি, সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস এবং প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাবন্দী থাকাকালে বঙ্গবন্ধু লিখিত আত্মজীবনী ‘দ্য আনফিনিসড মেমোরিজ’ অবলম্বনে সিআরআই এই গ্রাফিক নভেল তৈরি করে।

-পিকে/বাসস

FacebookTwitter