অনলাইনঃ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন। গতকাল ৯ জানুয়ারি, বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী।
এ তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অম্বরিশ রায় ও সাবেক সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন ডা. মোজাম্মেল হোসেন। সম্প্রতি তিনি স্ট্রোক করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ক্রমেই তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এ অবস্থায়ই গত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা হবে স্বজনরা। জুমার নামাজের পর বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বেলা সাড়ে তিনটায় মোরেলগঞ্জ এস এম কলেজ মাঠে এবং বিকাল সাড়ে ৪টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. মোজাম্মেল হোসেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে সে সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পারন তিনি। এর আগে ১৯৯১ সালে বাগেরহাট-১ আসন থেকেও নির্বাচিত হয়েছিলেন ডা. মোজাম্মেল। আর ২০০১ সালে জামায়াতের প্রার্থী মুফতি আব্দুস সাত্তারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন।
দীর্ঘ ৩৮ বছর ধরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ডা. মোজাম্মেল হোসেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
-ডিকে