ঢাকা উত্তর ও দক্ষিণের আ’লীগের কাউন্সিলর প্রার্থী যারা

রাজনীতিঃ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ ।

গতকাল ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর

প্রার্থীরা হলেন- ওয়ার্ড নং ১- মো. আফছার উদ্দিন খান, ২-আলহাজ্ব কদম আলী মাদবর, ৩-মোহাম্মদ জিন্নাদ আলী মাদবর, ৪- মোহাম্মদ জামাল মোস্তফা, ৫-আব্দুর রউফ নান্নু, ৬-সালাহউদ্দিন রবিন, ৭-তোফাজ্জল হোসেন, ৮-আবুল কাসেম মোল্লা, ৯-মুজিব সারোয়ার মাসুম, ১০-আবু তাহের, ১১-দেওয়ান আবুল মান্নান, ১২-মুরাদ হোসেন, ১৩-হারুনুর রশিদ, ১৪-মোহাম্মদ মইজউদ্দিন, ১৫-সালেক মোল্লা, ১৬-মতিউর রহমান, ১৭-ইসহাক মিয়া, ১৮-জাকির হোসেন, ১৯-মফিজুর রহমান, ২০-জাহিদুর রহমান, ২১-মাসুম গনি, ২২- লিয়াকত আলী, ২৩- সাখাওয়াত হোসেন, ২৪-মোহাম্মদ সফিউল্লা, ২৫-আব্দুলাহ আল মঞ্জুর, ২৬-শামিম হোসেন, ২৭-ফরিদুর রহমান খান, ২৮-ফোরকান হোসেন, ২৯ নুরুল ইসলাম রতন, ৩০-আবুল হাসেম হাসু, ৩১- আলেয়া সারোয়ার ডেইজি, ৩২-সৈয়দ হাসান নুর ইসলাম, ৩৩- আসিফ আহমেদ, ৩৪ শেখ মোহাম্মদ হোসেন, ৩৫-মোক্তার সরদার, ৩৬-তৈমুর রেজা খোকন, ৩৭-জাহাঙ্গীর আলম, ৩৮ শেখ সেলিম, ৩৯ শফিকুল ইসলাম, ৪০-নজরুল ইসলাম ঢালি, ৪১-আব্দুল মতিন, ৪২-মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৪৩-শরিফুল ইসলাম ভূঁইয়া, ৪৪-মোহাম্মদ শফিকুল (শফিক), ৪৫-জয়নাল আবেদিন, ৪৬-সাইদুর রহমান সরকার, ৪৭ মোতালেব মিয়া, ৪৮-একেএম মাসুদুজ্জামান, ৪৯-শফিউদ্দিন মোল্লা, ৫০-বি এম শামিম, ৫১-শরীফুর রহমান, ৫২-ফরিদ আহমেদ, ৫৩ মোহাম্মদ নাসির উদ্দিন, ৫৪ জাহাঙ্গীর হোসেন।

দক্ষিণে সমর্থন পেলেন যারাঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা হলেন, ওয়ার্ড নং ১- মাহবুবুল আলম, ২-আনিসুর রহমান, ৩-মাকছুদ হোসেন, ৪-জাহাঙ্গীর হোসেন, ৫-আশরাফুজ্জামান, ৬-সিরাজুল ইসলাম ভাট্টি, ৭-আব্দুল বাসিত খান, ৮-ইসমাইল জবিউল্লাহ, ৯-মোজাম্মেল হক, ১০-মারুফ আহমেদ মনসুর, ১১-হামিদুল হক শামিম, ১২-মামুনুর রশিদ শুভ্র, ১৩-এনামুল হক, ১৪-ইলিয়াসুর রহমান, ১৫-রফিকুল ইসলাম বাবলা, ১৬-নজরুল ইসলাম, ১৭-মাহবুবুর রহমান, ১৮-আ স ম ফেরদৌস আলম, ১৯-আবুল বাশার, ২০-ফরিদ উদ্দিন রতন, ২১-আসাদুজ্জামান আসাদ, ২২-জিন্নাত আলী, ২৩-মকবুল হোসেন, ২৪-মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৫-আনোয়ার ইকবাল, ২৬-হাসিবুর রহমান মানিক, ২৭-ওমর বিন আব্দুল আজিজ, ২৮-মোহাম্মদ সালেহীন, ২৯-জাহাঙ্গীর আলম বাবুল, ৩০-মোহাম্মদ হাসান, ৩১- শেখ মোহাম্মদ আলমগীর, ৩২-আব্দুল মান্নান, ৩৩- ইলিয়াস রশিদ, ৩৪-মীর সমির, ৩৫-আবু সাইদ, ৩৬-রঞ্জন বিশ্বাস, ৩৭-আব্দুর রহমান নিয়াজী, ৩৮-আহম্মেদ ইমতিয়াজ মন্নাফি, ৩৯- রোকন উদ্দিন আহম্মেদ, ৪০-আবুল কালাম আজাদ, ৪১-সারোয়ার হাসান আলো, ৪২-মোহাম্মদ সেলিম, ৪৩-আলিফ হোসেন, ৪৪-নিজাম উদ্দিন, ৪৫-হেলেনা আক্তার, ৪৬-শহিদুল্লাহ, ৪৭-নাসির আহমেদ ভূঁইয়া, ৪৮-মোহাম্মদ আবুল কালাম, ৪৯-আবুল কালাম আজাদ, ৫০-মাসুম মোল্লা, ৫১-কাজী হাবিবুর রহমান হাবুৎ, ৫২-মোহাম্মদ নাসিম মিয়া, ৫৩-নূর হোসেন, ৫৪- মোহাম্মদ মাসুদ, ৫৫-নূরে আলম, ৫৬- মোহাম্মদ হোসেন, ৫৭- মোহাম্মদ সাইদুল ইসলাম, ৫৮-শফিকুর রহমান, ৫৯-আকাশ কুমার ভৌমিক, ৬০-লুতফুর রহমান রতন, ৬১-শাহে আলম, ৬২-মুস্তাক আহমেদ, ৬৩-শফিকুল ইসলাম খান, ৬৪-মাসুদুর রহমান মোল্লা, ৬৫-শামসুদ্দিন ভূঁইয়া, ৬৬-হানিফ তালুকদার, ৬৭-ফিরোজ আলম, ৬৮-মাহমুদুল হাসান, ৬৯-হাবিবুর রহমান হাসু, ৭০-আতিকুর রহমান, ১-খায়েরুজ্জামান, ৭২-শফিকুল ইসলাম শামিম, ৭৩-শফিকুল ইসলাম, ৭৪- মোহাম্মদ ফজর আলী, ৭৫-সৈয়দ মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

-কেএম

FacebookTwitter