নিউজ ডেস্কঃ
বাংলাদেশে প্রথমবারের মত শিশুদের জন্য ‘শিশু কার্নিভাল‘ এর আয়োজন করতে যাচ্ছে মৃধা ইন্সটিটিউট।
৩ জানুয়ারি ২০২০, শুক্রবার সাভারের বলিয়ারপুরে যমুনা ন্যাচারাল পার্কে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে।
ওই দিন কার্নিভালটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আনন্দের মাধ্যমে শিশুদের সৃষ্টিশীলতা অন্বেষণ করাই এই শিশু কার্নিভালের মূল উদ্দেশ্য।
এই আয়োজনে শিক্ষার্থীরা দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুখোশ তৈরি প্রশিক্ষণ এবং অভিনয় কর্মশালায় অংশগ্রহণ করবে। সেই সঙ্গে উপভোগ করবে পাপেট শো, ম্যাজিক শো, ঘুড়ি ওড়ানো, ফানুস ওড়ানো এবং রাইডস।
অভিভাবকদের জন্য রয়েছে বিভিন্ন খেলা, গল্প বলা প্রতিযোগিতা, প্রদর্শনী, রাফেল ড্র প্রভৃতি।
উল্লেখ্য, মৃধা ইন্সটিটিউট ঢাকায় অবস্থিত একটি পারফর্মিং আর্টস স্কুল। ২০১৮ সালের আগাস্ট মাসে এটি যাত্রা শুরু করে।
মৃধা ইন্সটিটিউট তাপস মৃধার তত্ত্বাবধানে ‘কণ্ঠ অভিনয় কর্মশালা’, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা, নির্বাহী প্রযোজক এবং দুরন্ত টেলিভিশনের হেড অব ডাবিং মো. শাহাদাৎ হোসেন এর তত্ত্বাবধানে ‘শিশুদের অভিনয় কর্মশালা’, সিসিমপুরের পাপেটিয়ারদের তত্ত্বাবধানে ‘পাপেট কর্মশালা’, মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় ‘মাস্টার ক্লাস অন ভয়েস এ্যাকটিং’, প্র্যাকটিকাল ভিডিও এডিটিং, প্র্যাকটিকাল সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিং প্রভৃতি কোর্সগূলো আয়োজন করে আসছে।
মৃধা ইন্সটিটিউটের ছাত্রছাত্রীরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে কাজ করছে।
কার্নিভালের জন্য রেজিস্ট্রেশন: শিশুদের জন্য(৪-১৬ বছর) ১,০০০ টাকা এবং বড়দের জন্য ১,৫০০ টাকা (খাবার ও ঢাকা থেকে যাতায়াত সহ)।
-শিশির