যুব বিশ্বকাপ ক্রিকেটে দল ঘোষণা করেছে বাংলাদেশ

স্পোর্টসঃ

যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

গতকাল ২১ ডিসেম্বর, শনিবার রাতে আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ যুব দল। যেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ হলো পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড।

ঘোষিত সূচি অনুযায়ী ১৮ জানুয়ারি পচেফস্ট্রুমের সেনউইস পার্কে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আকবর-তৌহিদদের।

দ্বিতীয় ম্যাচটি তারা খেলবে একই শহরের উইট্রেন্ড ক্রিকেট ফিল্ডে ২১ জানুয়ারি, এদিন তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ যুবারা, ভেন্যু সেই সেনউইস পার্ক।

সদ্যঘোষিত বাংলাদেশ স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজীদ হাসান, পারভেজ হোসেন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজীম হাসান, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন : অমিত হাসান, মেহরাব হাসান, আশরাফুল ইসলাম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া, আসাদুর রহমান।

-কেএম

FacebookTwitter