বিনোদনঃ
নিজের বাসায় প্রায়ই আনন্দ-আড্ডার আয়োজন করেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। তবে এসব আয়োজন হয়ে থাকে তাদের জন্মদিন, বিবাহবার্ষিকী বা তাদের ছেলেমেয়ের বিশেষ দিনে।
আর সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকেন চলচ্চিত্র প্রযোজক-শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকেরা। তবে এবার ভিন্নতা দেখা গেল।
গতকাল (৯ ডিসেম্বর) রাতে মৌসুমীর আড্ডায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতাকর্মীরা।
মৌসুমীর স্বামী, একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী সেই আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
সেখানে তিনি লিখেছেন, অতিথি আপ্যায়ন খুব পছন্দ তার। মৌসুমীর আমন্ত্রণে আড্ডায় হাজির হয়েছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ বেশ কয়েকজন ক্ষমতাসীন দলের নেতাকর্মী।
এ আড্ডা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এমন আনন্দ-আড্ডা আমার সব সময় ভালো লাগে। যে কারণে এমন আয়োজন করতে চেষ্টা করি। আনন্দ করার জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না, বরং সবাই একসঙ্গে হলেই আনন্দ হয়।
ওমর সানী বলেন, ‘মৌসুমী যেহেতু আওয়ামী লীগ করে, সে জন্যই ছাত্রলীগের নেতা-নেত্রী ভাইবোনদের নিয়ে বাসায় দাওয়াত করা হয়েছিল।
গতকাল রাতে আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, খাওয়া-দাওয়া করেছি, আনন্দ করেছি। সবাই মিলে গল্পগুজব করেছি। সবাইকে নিয়ে আনন্দ করাটাই ছিল উদ্দেশ্য।
সানী আরো বলেন, ‘আমরা দুজনই আড্ডাপ্রিয় মানুষ। কোনো একটা উপলক্ষ পেলেই বাসায় এমন আড্ডার ব্যবস্থা করে থাকি। এর আগেও চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও সাংবাদিকদের নিয়ে এমন আয়োজন করেছি।
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও সুখী তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। এরই মধ্যে তাঁরা সংসারজীবনের ২৪ বছর পূর্ণ করেছেন।
১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন একসময়ের পর্দা কাঁপানো উজ্জ্বলতম এ দুই তারকা।
নব্বইয়ের দশক এবং তার পরবর্তী সময়ে মৌসুমী-ওমর সানী জুটি বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অভিনয় করতে করতেই একে অপরের প্রতি ভালোলাগা। এর পর প্রেম। অতঃপর বিয়ে।
১৯৯৪ সালে ওমর সানী-মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ‘দোলা’ মুক্তি পায়। এই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’, ‘লজ্জা’, ‘কথা দাও’ ‘স্নেহের বাঁধন’ প্রভৃতি।
-ডিকে