নিজস্ব প্রতিবেদকঃ
গত ১২ই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজেক্ট Super- Specialized Hospital under BMSMMU” এর নির্মাণ প্রকল্পে HDC Hyundai Development Company এর সাথে বেঙ্গল সিমেন্টের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরিত হয়।
বেঙ্গল সিমেন্টের সম্মানিত চিফ অপারেটিং অফিসার, জনাব আসাদুল হক সুফিয়ানী এবং HDC Hyundai Development Company এর সম্মানিত প্রজেক্ট ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে সাক্ষর করেন। প্রায় ৬৩ মিলিয়ন ইউ এস ডলারের এই নির্মাণ প্রকল্পের আয়তায় ৫৩,০০০ মিটার স্কয়ার আয়তনের ৭০০ বেড সম্বলিত দেশের প্রথম সুপার স্পেশালাইড হাসপাতালটি বিশেষত গুরুতর অসুস্থ রোগীদের সেবায় নিয়োজিত থাকবে।
বেঙ্গল সিমেন্ট লিমিটেড, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। “শক্তিতে সুদৃঢ়” মূলমন্ত্রকে সামনে রেখে নারায়ণগঞ্জের বারদিতে ১.৪ মিলিয়ন মেট্রিক টন বাৎসরিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ফ্যাক্টরী নিয়ে বেঙ্গল সিমেন্ট যাত্রা শুরু করেছে চলতি বছরের মার্চ মাস থেকে।
দেশের অবকাঠামোগত উন্নয়নে ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং গ্রাহককে মান সম্পন্ন সিমেন্ট সরবরাহ করাই বেঙ্গল সিমেন্টের লক্ষ্য।
-শিশির