রাজশাহীতে ২৪ ঘন্টায় ৪৭ জন আটক

সারাদেশঃ
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি) এর অভিযানে মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানা-৯ জন, রাজপাড়া থানা-৩ জন, চন্দ্রিমা থানা-১৫ জন, মতিহার থানা-৪ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-২ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৩ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-২ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ ৩ জনক গ্রেফতার করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১) মোঃ কামরুজ্জামান ওরফে শাহীন (৪২) কে ১১.৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে, ২) মোঃ লিটন (২৮) কে ৩৩৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। রাজপাড়া থানা পুলিশ ১) মোঃ ইউনুছ আলী(৫০) কে ০৬ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ গ্রেফতার করে, ২) মোঃ সোহেল রানা(৩৫)কে ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। কাটাখালী থানা পুলিশ ১) মোঃ দোলঙ্গীর হোসেন ওরফে দুলাল (৪০) কে ৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১) মোঃ মাসুদ (২৪) কে ১২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে ও ডিবি পুলিশ ১) মোঃ জিনারুল(২৬) কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সূত্রঃডিএমপি

FacebookTwitter