আইএস শীর্ষ নেতা বাগদাদি নিহত

আর্ন্তজাতিকঃ
মার্কিন অভিযানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে খবর বেরিয়েছে।

উর্ধ্বতন এক মার্কিন সেনা কর্মকর্তার ব্রিফিংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউজউইক। তবে এ সম্পর্কে বিস্তারিত খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসলামিক স্টেট (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে লক্ষ্য করে সম্প্রতি একটি অভিযান পরিচালনা করেছেন তারা।

এই অভিযানের বিস্তারিত কোন বিবরণ তারা দেননি এবং এ ক্ষেত্রে তারা সফল হয়েছেন কিনা এ ব্যাপারেও জানা যায়নি। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন অন্যান্য মার্কিন কর্মকর্তারা।

বিশ্বস্ত সামরিক সূত্রের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, গতকাল ২৬ অক্টোবর, শনিবার রাতে সিরিয়ার ইদলিবে মার্কিন সেনা অভিযানে বাগদাদি নিহত হয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছে, ‘বেশ বড় একটি ঘটনা ঘটেছে!’

প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয় তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস। ইরাক ও সিরিয়াভিত্তিক এই জঙ্গি সংগঠনটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু বকর আল-বাগদাদি।

২০১১ সালের ৪ অক্টোবর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আল-বাগদাদিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।

-কেএম

FacebookTwitter