স্পোর্টসঃ
ইতোমধ্যে কেটে গেছে লাল-সবুজের ক্রিকেট আকাশের কালো মেঘ। অবসান ঘটেছে ধর্মঘটের, অনশনে অব্যাহতি দিয়ে পুনরায় মাঠে ফিরেছে আন্দোলনকারী ক্রিকেটাররা। তবে, ১৩ দফার রেশ কাটতে না কাটতেই আবারো উত্তাল বিসিবি।
বিসিবি প্রধান এক বিবৃতিতে জানান, সাকিবের কাছে জবাব চেয়ে পত্র দিয়েছে বিসিবি। প্রতিউত্তরে যথাযথ জবাব দিতে সে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠিন শাস্তির পদক্ষেপ নিবে বোর্ড।
গত মঙ্গলবার প্রায় ২ কোটি টাকার বিনিময়ে টাইগার ক্রিকেটের ‘পোস্টার বয়’ খ্যাত সাকিব আল হাসান দেশি টেলি কোম্পানি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হোন।
বিসিবি তথা ক্রীড়া মন্ত্রালয়ের অনাপত্তিপত্র না নিয়ে এমনকি কাউকে না জানিয়েই এমনটা করেছেন সাকিব। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে বেশ চটেছেন নাজমুল হোসেন পাপন।
আরেক দেশি টেলিকম কোম্পানি রবির সাথে যাত্রা শুরু করার পরে টেলিকম কোম্পানি প্রসঙ্গে এমন আইন জারি করেছে বিসিবি।
-কেএম