উত্তরবঙ্গে বেঙ্গল সিমেন্টের বাণিজ্যিক সন্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদনঃ
গত ১৫ই অক্টোবর ২০১৯ সালে বগুড়ার সুনামধন্য একটি হোটেলে অনুষ্ঠিত হলো বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর উত্তরবঙ্গ অঞ্চলের বানিজ্যিক সন্মেলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্ট লিমিটেড এর সন্মানিত চিফ অপারাটিং অফিসার, জনাব আসাদুল হক সুফিয়ানী ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির মার্কেটিং, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সিদ্দিকুর রহমান এবং এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার – সেলস, নর্থ বেঙ্গল অঞ্চল, জনাব কাজী মুস্তাফিজুর রহমান ।

এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের শতাধিক ডিলার এবং বিক্রয় প্রতিনিধিবৃন্দ। আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে সন্মানিত চিফ অপারাটিং অফিসার, জনাব আসাদুল হক সুফিযানী বলেন, সিমেন্ট শিল্প বাংলাদেশে প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং ক্রেতা সাধারণ পণ্যের গুনগত মান যাচাই করতে শিখেছেন । সেই আলোকে আমরা ক্রেতাদের চাহিদা মাফিক পণ্য সরবরাহের জন্য আধুনিক প্রযুক্তি দিয়ে ফ্যাক্টরি গঠন করেছি এবং সফল ভাবে গ্রাহকের চাহিদা মাফিক পণ্য সারাদেশ ব্যাপী পৌঁছে দিচ্ছি সফলতার সাথে।

বেঙ্গল সিমেন্ট লিমিটেড, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান। “শক্তিতে সুদৃঢ়” মূলমন্ত্র নিয়ে নারায়নগঞ্জের বারদিতে ১.৪ মিলিয়ন মেট্রিক টন বাৎসরিক উৎপাদন ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ফ্যাক্টরী নিয়ে বেঙ্গল সিমেন্ট যাত্রা শুরু করেছে চলতি বছরের মার্চ মাস থেকে।

দেশের অবকাঠামোগত উন্নয়নে ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং গ্রাহককে উচ্চমান সম্পন্ন সিমেন্ট সরবরাহ করাই বেঙ্গল সিমেন্টের লক্ষ্য।

-শিশির

FacebookTwitter