কুষ্টিয়ায় আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সারাদেশঃ
কুষ্টিয়া সদর উপজেলার মাধপুর গ্রামে প্রভাব বিস্তার করা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

আজ (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহত ব্যক্তি মাধপুর গ্রামের বাসিন্দা ও উজানগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী আজিম উদ্দিন মণ্ডল (৫৫)।

এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, উজানগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী এবং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিলো।

আব্দুল জলিলের ভাগ্নে আজিম উদ্দিন আজ সকালে আবু বকর সিদ্দিকীর লোকদের প্রভাবে থাকা উজানগ্রাম বাজারে গেলে তাকে ছুরিকাহত করা হয়।

সে সময় আজিম উদ্দিনকে বাঁচাতে এলে আব্দুল জলিলের দুই আত্মীয় জালাল মণ্ডল (৪৩) এবং মোতিহার রহমান (৪৭) কেও ছুরিকাঘাত করা হয়।

আহত আজিমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

আবু বকর সিদ্দিকীকে উজানগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ওসি জাহাঙ্গীর আলম বলেন, নতুন কোনো সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-কেএম

FacebookTwitter