স্বাস্থ্যঃ
ময়মনসিংহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, মোঃ আব্দুল আওয়াল, সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক, এস এম সৈকত, তরুণ অ্যাডভোকেট, মেডিকেল শিক্ষার্থী এবং মিডওয়াইফসের উপস্থিতিতে সিরাক-বাংলাদেশ ৫ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার ময়মনসিংহে ‘ণঋঝ ণড়ঁঃয ঋড়ৎঁস ২০১৯’ উদ্বোধন করে।
ফোরামটি তরুণদের জন্য জনগণের সমর্থনের পক্ষে পুনর্জীবিত করতে নীতি-নির্ধারকদের মধ্যে একটি সেতুবন্ধনের সুযোগ তৈরি করতে উদ্বোধন করা হয়েছিল। আরএইচআরএন প্ল্যাটফর্মের সহযোগীতায় ফোরামটি উদ্বোধন করা হয়।
সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক, এস এম সৈকত আনুষ্ঠানিকভাবে তরুণ অ্যাডভোকেটদের জন্য ফোরামটি উদ্বোধনের পাশাপাশি যুব বান্ধব সেবা ও তথ্যের প্রয়োজনীয়তা ও সহজলভ্যতার সাথে নিশ্চিতকরণে সরকারকে আরও বেশি মনোনিবেশ করার জন্য আহ্বান জানিয়েছেন।
ফোরামটি নেতৃত্বের জন্য ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ১ জন ফোকাল (ফাহিমা আক্তার রিমি ) ও ২জন কো ফোকাল পারসন ( রোকাইয়া রিমু ও রবিন আশরাফি) নির্বাচন করেছেন, যারা আগামী ১ বছর এই তরুণ এডভোকেট ফোরামটি সারাদেশে দক্ষতার সাথে নেতৃত্ব দিবে।
বিভাগীয় পরিচালক, ময়মনসিংহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মোঃ আব্দুল আওয়াল ফোরামটি উদ্বোধন করেন, যিনি তরুণ এবং কিশোর-কিশোরীদের যুববান্ধব সেবা নিশ্চিতকরণে পরিসেবা প্রদানকারীদের সাথে সক্রিয়ভাবে কাজ করার প্রস্তাব দিয়েছেন। তিনি তরুণ অংশগ্রহণকারীদের তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করার পাশাপাশি সিরাক বাংলাদেশের সক্রিয় ভুমিকাকে সাধুবাদ জানায়।
অন্যান্যের মধ্যে ছিলেন সিরাক-বাংলাদেশ প্রতিনিধি শাহিনা ইয়াসমিন, রোকনল রাব্বি, নুসরাত শারমিন রেশমা, মিজানুর রহমান আকন্দ, মুসাব্বির হোসেন প্রমুখ।
-বিকে