মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

এনা ফরচুনেটো (৯০) নামের এই সিনিয়র সিটিজেন করোনাভাইরাস সার্ভাইবার। নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন।

করোনাভাইরাসের সাথে শক্ত লড়াই করে অবশেষে জয়ী হয়েছেন। নব্বই বছরের এই সিনিয়র সিটিজেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

গলাব্যথা জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাঁকে। শুরুতে তিনি ভেবেছিলেন স্বাভাবিক সিজনাল ফ্লু। কিন্তু অবস্থা দিনদিন অবনতির দিকে যাচ্ছিলো। এই নিয়ে তাঁর মেয়ে টেরেসা চিন্তিত হয়ে পড়েন। ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে তিনি ডাক্তারকে জিজ্ঞেস করেন একজন ধর্মগুরুকে (Priest) হাসপাতালে এলাউ করা যাবে কিনা।

তিনি তাঁর মায়ের মৃত্যু পূর্ববর্তী কিছু ক্রিয়াকর্ম সম্পন্ন করতে চান। কিন্তু ডাক্তার না সূচক জবাব দেন –এই অবস্থায় করোনা রোগীর কাছে কোনভাবেই ধর্মগুরু বা অন্য কাউকে এলাউ করা যাবেনা।

এদিকে মা এনা নার্সের সাহায্যে কন্যাকে ফোনে বলেন, “আমার জন্য তুমি চিন্তা করোনা। আমি সুস্থ হয়ে যাবো। ঈশ্বরের উপর আমার পূর্ণ আস্থা আছে। তিনি কেবল আমাকে আজকের এই অবস্থায় এনেছেন। কিন্তু এখন তিনি আমাকে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন আমি যেন তোমাদের সাথে”—-আসলে অবাক হই সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভক্তি না থাকলে এভাবে কেউ বলতে পারেন না।

১৩ দিন ভেন্টিলেটেড থাকার পর অলৌকিকভাবে এনা ফরচুনেটোর শারীরিক অবস্থার উন্নতি ঘটে। ডাক্তাররা বলেছেন, এটা মিরাকল। করোনাকে পরাজিত করে তিনি পরিবারের কাছে ফিরে এসেছেন। “রাখে আল্লাহ মারে কে”
— এটাই চিরসত্যি।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily