ডেস্ক রিপোর্টঃ

সাবেক মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে।

এবার তার বিরুদ্ধে আট লাখ টাকা না দেয়ায় দুইভাইকে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগ উঠেছে।

চট্টগ্রামের চন্দনাইশের ওই দুই ভাইয়ের নাম ফারুক ও আজাদ। এর মধ্যে ফারুক বড়। এ ঘটনায় চন্দনাইশ থানার পুলিশও জড়িত ছিলো বলে দাবি করে নিহতের পরিবার।

জানা গেছে, গত ১৩ জুলাই মুঠোফোনে ছোট ভাই আজাদকে ডেকে নিয়ে যায় পুলিশ। ১৪ তারিখ বিজিসি ট্রাস্টের সামনে থেকে বড় ভাইকেও নিয়ে যায়। সিটিটিভির ফুটেজে দেখা যায় বড় ভাই ফারুককে লালশার্ট পরা চন্দনাইশ থানার এসআই আরিফ তুলে নিয়ে যাচ্ছেন। সাথে ছিলেন ওসি তদন্ত মজনুসহ ৫ থেকে ৬ জন। তাদের তৎকালীন ওসি প্রদীপের হাতে তুলে দেয়া হয়।

আরো জানা গেছে, এরপর তাদের পরিবারের কাছে আট লাখ টাকা দাবি করেন টেকনাফ থানার পুলিশ। টাকা না দেয়ায় ১৬ জুলাই টেকনাফে দুই ভাই নিহত হয়েছেন বলে জানতে পারে তাদের পরিবার।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, শুনেছি দুজন ছেলে ইয়াবা ব্যবসায় জড়িত ছিলো। ক্রসফায়ার করা হইছে। তবে ক্রসফায়ার সমর্থন করি না।

প্রসঙ্গত, গত রমজানে বাহরাইন থেকে দেশে ফেরেন আজাদ। তিনি গত ৬ বছর ধরে থাকা ওই দেশে ছিলেন। আর বড় ভাই ফারুক পেয়ারা ব্যবসায়ী ছিলেন। ফারুকের ছোট্ট মেয়ে আইবির সামনের অনিশ্চিত ভবিষ্যৎ। বাবা-চাচা হত্যার বিচারের আকুতি জানায় এই শিশুটি।

-কেএস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily