অনলাইন ডেস্কঃ

৮ বা ৯ই নভেম্বর এ সংবাদ সম্মেলন হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে সংবাদ সম্মেলন করে ফলাফল জানাবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।

জনাব কাদের বলেন, ডায়ালগগুলোর সামারি তৈরি করা হচ্ছে, তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিয়েছে।

এই বক্তব্য রেডি হওয়ার পর আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন প্রেস কনফারেন্সে, রেজাল্টটা কি? রেজাল্টটা তো জানাতে হবে।

তিনি বলেন, ৮ বা ৯ই নভেম্বর এ সংবাদ সম্মেলন হবে জানিয়ে কাদের বলেন, সেখানে জানানো হবে এত দলের সঙ্গে ডায়ালগের ফলাফল কী, সরকারের সিদ্ধান্ত জানানো হবে। যে যে বক্তব্য দিয়েছে সব রেকর্ড রাখা হচ্ছে, কম্পাইল করা হচ্ছে প্রতিদিন। সব মিলে সরকার প্রধান সংবাদ সম্মেলন ডেকে সিদ্ধান্ত জানাবেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily