৭ কলেজকে ঢাবি থেকে বাদ না দিলে ক্লাশ বর্জন

শিক্ষাঃ
সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ দাবি না মানলে রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ এবং শাহবাগ অবরুদ্ধ করায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একদিকে মেট্রোরেলের কারণে সংকীর্ণ রাস্তায় চলাচলে জনদুর্ভোগ, অন্যদিকে অধিভুক্তি বাতিলের আন্দোলনে বন্ধ ছিল শাহবাগসহ বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশপথ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং সময়মতো ফলাফল প্রকাশ, ক্যাম্পাসে বহিরাগত ও রিকশা ভাড়া নিয়ন্ত্রণ, হল অফিস-রেজিস্ট্রার বিল্ডিং এ দীর্ঘসূত্রতা কমিয়ে অটোমেশন চালুসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে তারা শাহবাগ এলাকা অবরুদ্ধ করে।

এসময় আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন ডাকসু ভিপি নুরুল হক নুর। বৃহস্পতিবারের মতো আন্দোলন স্থগিত করলেও, দাবি না মানলে রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা।

-কেএম

FacebookTwitter