অনলাইন ডেস্কঃ

৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার বিকালে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সংবাদ এ কথা জানান।

তিনি বলেন, নিষিদ্ধের সময়ে মাঠ পর্যায়ে অভিযানের সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট উপজেলায় ৬১ জন কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি বলেন, এই ২২ দিন উপকূলীয় চিহ্নিত ৭ সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

ওইসব এলাকায় বিমানবাহিনীর হেলিকপ্টার রেকি করবে।

ইলিশের উৎপাদন আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে ২ দশমিক ৯৮ লাখ মেট্রিকটন ইলিশ উৎপাদিত হয় আর ২০১৬-১৭ অর্থ বছরে উৎপাদিত হয় ৪ দশমিক ৯৬ মেট্রিক টন ইলিশ।

প্রধান প্রজনন মৌসুম ইলিশ সংরক্ষণে দেশবাসীকে মা ইলিশ ধরা, কেনা বেচা এবং খাওয়া ৎেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily