অনলাইন ডেস্কঃ

৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে ঢাকায় গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি (পূর্ব) বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম-মোঃ শফিক ওরফে সেনাম (২৯)।

০৪ সেপ্টেম্বর ১৮ সন্ধ্যা ০৬.০০ টায় যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডেমরা জোনাল টিম।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শফিক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে কম দামে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃত শফিক চট্টগ্রামের বাঁশখালী থানার মীরপাড় গ্রামের মৃত সাবের আহম্মেদের ছেলে।

এ সংক্রান্তে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

সূত্রঃ ডিএমপি

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily