আন্তর্জাতিকঃ
মার্কিন নির্বাচনের শেষ মূহুর্তের ফলাফলে আরও একধাপ এগিয়ে গেলেন জো বাইডেন। জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাদায় আগে থেকেই এগিয়ে ছিলেন তিনি। পিছিয়ে ছিলেন পেনসিলভানিয়াতে। কিন্তু সবশেষ গণনায় দেখা যায়, এ অঙ্গরাজ্যেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গেলেন জো বাইডেন। এখানে ৫ হাজার ভোটে এগিয়ে গেলেন তিনি।
এ অঙ্গরাজ্যে ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাকে টপকে ৪৯ দশকিম ৫ শতাংশ ভোট পেলেন তিনি। দশমিক ১ শতাংশ ভোটে এগিয়ে রইলেন বাইডেন। এ রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোট ২০ টি। এখানে জয় পেলেও প্রেসিডেন্ট নির্বাচিত হবে তিনি।
ফিলাডেলফিয়া রাজ্যে দশমিক ৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। তবে সব পোস্টাল ভোট গণনা শেষ হলে জো বাইডেন জয় পাবেন বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এখানে জিততে পারলেও প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে বাইডেনের ২৭০ ইলেকটোরাল ভোট পূর্ণ হবে।
কেবল নর্থ ক্যারোলাইনাতে একচেটিয়া ভোটে এগিয়ে আছে রিপাবলিকান শিবির। ৭৫ হাজার ভোটে এগিয়ে এ অঙ্গরাজ্যে জয়ের সম্ভাবনা প্রবল করেছেন ডোনাল্ড ট্রাম্প।
-কেএম