আইন আদালতঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসিও কার্যকর করা হবে।

তিনি বলেন, আরও পাঁচ খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের মধ্যে দুই জনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরকারের হাতে রয়েছে।

সেই দুই খুনিসহ পলাতক বাকী খুনিদেরও দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বশেষ গতকাল শনিবার ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

এতে জাতি আবারও কলঙ্কমুক্ত হলো। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার।

দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হবেন না।

এসময় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

ত্রাণ সামগ্রির মধ্যে ছিল প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে এ ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ছাড়াও বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

-বাসস

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily