আইন আদালতঃ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মাদকদ্রব্যসহ ৫৬ জন মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার।

ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩,২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৮ গ্রাম হেরোইন, ১৫০ কেজি ২৮৮ গ্রাম গাঁজা, ৩ বোতল ফেন্সিডিল ও ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

১০ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

-ডিএমপি-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily