স্বাস্থ্যঃ
বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী আজ সোমবার দেশে পৌঁছাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ নামের করোনা টিকার প্রথম চালান।

এ চালানে দেশে আসছে ৫০ লাখ ডোজ টিকা।

টিকাগুলাে পৌঁছার পর ল্যাবটেস্ট করবে সরকারি ওষুধ পরীক্ষাগার। পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে।

৫০ লাখ ডোজ টিকার চালান রাখা হবে বেক্সিমকোর ওষুধের গোডাউনে।

এদিকে ঢাকার যে পাঁচ হাসপাতালে বুধবার টিকাদান কার্যক্রম শুরু হবে, সেসব হাসপাতালে পূর্বপ্রস্তুতি শুরু হয়েছে।

বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করবেন।

৫০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ভারতের পুনে থেকে সড়কপথে আসবে দিল্লিতে। পরে দিল্লি থেকে বিমানে ঢাকায় আনা হবে। পরে ভ্যাকসিন রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে।

এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে (এ১২৫৪) ঢাকা পৌঁছাবে বেলা সাড়ে ১১টা নাগাদ। পরে সেখান থেকে টিকা সরাসরি নেওয়া হবে টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে। ৫০ লাখ ডোজ টিকা হচ্ছে বাংলাদেশ সরকারের কেনা তিন কোটি ডোজের প্রথম চালান।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily