অনলাইন ডেস্কঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে যে ভবিষ্যৎদ্বানী করেছিলেন তার বাস্তব রুপ বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছেন বলে তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে যে মন্তব্য রেখেছেন তার হবহু তুলে ধরা হল-

”রাজশাহী, সিলেট ও ​​বরিশালের তিন মেয়র নির্বাচন বেশ শান্তিপূর্ণ ছিল। আমার নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী রাজশাহীতে প্রায় দ্বিগুণ ভোট পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করেছে। বরিশালে বিএনপি প্রার্থী ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে প্রত্যাহার করে নেয়, কিন্তু সেই সময়ে আমাদের প্রার্থী প্রায় ৯ গুণ বেশি ভোট পেয়েছিল। সিলেটে আমাদের প্রার্থীকে মাত্র ৪০০০ ভোটের পিছনে ভোট দিতে খুব কাছাকাছি ছিল। শুধুমাত্র দুই কেন্দ্রে ভোটকেন্দ্রে স্থগিত করা হয় এবং নিবন্ধিত ভোটার সংখ্যা ৪৮০০, মার্জিনের চেয়ে বড়, তাদের বিজয়ী ঘোষিত হওয়ার আগে পুনর্বিন্যাস করা উচিত।

বিএনপি নিজেই একমাত্র অনিয়মই সৃষ্টি করেছিল। আমি ইতিমধ্যে আপনার সাথে শেযার করেছি। বিএনপির সব অভিযোগ গুলোর কোনও অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।”

আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily