স্পোর্টস ডেস্কঃ

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হাসেনি তামিম ইকবালের ব্যাট। ফর্মে ফিরতে ঈদের ছুটির মধ্যেও ঘাম ঝরিয়েছেন মিরপুরের নেটে। পরিশ্রমটা কাজে লাগছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে।

তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি পেলেন এ বাঁহাতি ওপেনার।

শনিবার সেন্ট কিটসে সিরিজের শেষ ম্যাচে তামিম ১২০ বলে ছুঁয়েছেন তিনঅঙ্ক। এটি তামিমের ১১তম ওয়ানডে সেঞ্চুরি। পরে আর ৩ রান যোগ করে সাজঘরে ফেরেন এ ওপেনার।

৩৮.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২০০ রান।

গায়নায় সিরিজের প্রথম ম্যাচে ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম। পরের ম্যাচে করেন ৫৪ রান। তৃতীয় ম্যাচে শতকের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজানো।

তিন ম্যাচের সিরিজে এর আগেও একবার দুটি সেঞ্চুরি করেছিলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন এ বাঁহাতি। সেবার তিন ম্যাচে করেছিলেন ৩১২ রান। এবার থামলেন ২৮৭ রানে।

তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি বাবর আজমের। এ পাকিস্তানি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সেঞ্চুরিতে করেছিলেন ৩৬০ রান।

কেবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily