৩০ মার্চ নয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবেঃ ‍শিক্ষামন্ত্রী

৩০ মার্চ নয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবেঃ ‍শিক্ষামন্ত্রী
৩০ মার্চ নয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবেঃ ‍শিক্ষামন্ত্রী

শিক্ষাঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ৩০ মার্চ নয়, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। টানা ছুটি শেষে ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। আর বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে।

আরও পড়ুন:

তবে চলতি মাসের শুরু থেকে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজে ছুটি বাড়তে পারে ধারণা করা হচ্ছে। আজ সে ইঙ্গিতই দিলেন শিক্ষামন্ত্রী।

FacebookTwitter