সারাদেশঃ

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম খান অথেলকে (৬১) পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।

রবিবার (১০ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে মহানগরীর রাজারহাতা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় মৃতের প্রতিবেশী হ্যাপি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নিজামুলের পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। সেখানে হ্যাপির ছেলেও খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই দুই শিশুর মধ্যে মারামারির ঘটনা ঘটে।

তারা আরো জানান, রবিবার বিকেলে বাড়ির সামনে হ্যাপির সঙ্গে দেখা হয় অথেলের। এ সময় দুই শিশুর মারামারির বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন হ্যাপি। এনিয়ে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারামারির ঘটনা ঘটে। এসময় অথেলকে বেধড়ক পেটান হ্যাপি। এতে অথেল গুরুতর আহত হন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অথেলকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘খেলাধুলাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে ঝামেলা হয়। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই ঘটনা ঘটে।

নিহত অথেলের পরিবার দাবি করেছে অথেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হ্যাপিকে আটক করেছে।’

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily