নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড- ১৯) মহামারীর কারণে উদ্ভূত সংকট মোকাবেলায় সব ধরনের ঋণের সুদ আদায় আগামী দুই মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা জানানো হয়, আগামী দুই মাস কোনো ব্যাংক কোনো ঋণের সুদ আদায় করতে পারবে না। এই দুই মাসে যে সুদ হবে তা হিসাব করে আলাদা রাখতে হবে। কীভাবে-কবে তা পরিশোধ করতে হবে, সেটা পরে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের ঋণের সুদ আদায় দুই মাস জন্য বন্ধ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
-এফকে