আন্তর্জাতিকঃ

পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল সোমবার নতুন করে আরো তিনজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। তবে পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা আর বাড়েনি। একজনই মারা গেছেন।

এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের ২২ জেলার করোনা হাসপাতাল বানানোর পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম এইসময়’এর প্রতিবেদনে বলা হয়, সোমবার স্বাস্থ্য ভবনের তরফে থেকে ঘোষণা করা হয়েছে রাজ্যের ২২ জেলায় ২২টি “ডেডিকেটেড” নভেল করোনা হাসপাতাল তৈরি হবে।

সব জেলার প্রশাসন এবং জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে এই মর্মে নির্দেশও পাঠানো হয়েছে। সেখানকার কোন হাসপাতালকে ‘করোনা হাসপাতালে’ রূপান্তরিত করা যাবে, সে বিষয়ে দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে। হাসপাতালগুলোতে কত সংখ্যক বেডের ব্যবস্থা করা সম্ভব, চিকিৎসার জন্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কত চিকিৎসক-নার্স কর্মী দরকার, এ সবেরই ডিটেলড রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘সব জেলা থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। কোন হাসপাতালে তারা করতে চান তাও জানাতে বলা হয়েছে।’

-কেকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily