তথ্য প্রযুক্তিঃ
সরকার তথ্যের সুরক্ষা নিশ্চিতে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়া যাবে না এ বিষয়টি ‘বানোয়াট ও মনগড়া’ বলেছে সরকারের আইসিটি বিভাগ।

রোববার (৯ অক্টোবর) সংবাদমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিটি বিভাগ।

আইসিটি বিভাগ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, সরকার ঘোষিত ২৯টি প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই তথ্য পাওয়া যাবে না। দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঘোষিত গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহ থেকে কোনোভাবেই তথ্য পাওয়া যাবে না মর্মে বানোয়াট ও মনগড়া বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ও প্রতিষ্ঠান। এ বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো।

বিভাগটি আরও জানায়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ১৫ ধারার মেনে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা ২৯ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসাবে ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলোয় সরকার ও জনগণের গুরুত্বপূর্ণ তথ্যাবলি সংরক্ষিত থাকে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ প্রজ্ঞাপন। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো সমূহের আইটি অডিট সম্পন্ন, যথাযথ অবকাঠামো নির্মাণ, সঠিক মানসম্পন্ন।

আইসিটি বিভাগ জানায়, রাষ্ট্র ও জনগণে স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিকাঠামো নিরাপত্তা বাধাগ্রস্ত হলে জনগণের বিপুল ক্ষতি হবে। জনগণের তথ্য প্রাপ্তি-সংক্রান্ত অধিকার নষ্ট হওয়ার সম্পর্ক নেই। তথ্য প্রাপ্তির অধিকারের সঙ্গে এটা সাংঘর্ষিকও নয়।

ঘোষিত ২৯টি প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড, সেতু বিভাগ, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (নির্বাচন কমিশন সচিবালয়), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জাতীয় ডেটা সেন্টার (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, রেজিস্ট্রার জেনারেল কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন), ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily