কর্মসংস্থানঃ
২৫০ জনকে নিয়োগ দেবে তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি এসইআইপি ট্রেনিং প্রোগ্রাম, প্রফেশনাল কাস্টমার সার্ভিস (পিসিএস) অ্যান্ড প্রফেশনাল ব্যাংক অফিস সার্ভিস পদে এসব নিয়োগ দেয়া হবে।

এই পদে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাসসহ ডিপ্লোমা পাস হতে হবে। কম্পিউটার বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে। সঙ্গে মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা। বয়স ২০ থেকে ৩০ বছর। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ অন্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য শনি থেকে বৃহস্পতিবার যেকোনো দিন সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে।

পরীক্ষার ঠিকানা: রাজউক ট্রেড সেন্টার, চতুর্থ তলা, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।

নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যােবে এই লিংকে https://bit.ly/2TijgIL

আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল, ২০১৯।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily